
বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ জানুয়ারি নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৪ জানুয়ারি সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা ছাত্রলীগ। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল হক মান্না, সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মো. ইমরান, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ হারুন, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ ঋতু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ মামুন প্রমুখ।
এছাড়াও কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।