লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুর-২ (ইসলামপুর) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় গিয়ে নৌকায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুল কাদের সেখ। ৩ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি ঈদগাহে স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নৌকার ভোট প্রার্থনা করেন তিনি।
জানা গেছে, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেক এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে সমর্থন করেন।
এরই ধারাবাহিকতায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে ৩ জানুয়ারি সন্ধ্যায় মহলগিরি ঈদগাহে মাঠে কাঁচি প্রতীকের প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাদের শেক।
এ সময় তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক খানের ব্যাপক সমালোচনা করলেও স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের প্রশংসা করেন। পরে তিনি কাঁচি প্রতীকে ভোট না চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
উপস্থিত স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের ইশারা বুঝতে পেয়ে পুনরায় কাঁচি প্রতীকে ভোট চান পৌর মেয়র আব্দুল কাদের শেক। অনুষ্ঠানে কাঁচি প্রতীকের সমর্থনে অপর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ মনজুরুল মোর্শেদ হ্যাপী, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম দুলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।