
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী এস এম আবু সায়েম গণসংযোগ ও পথসভা করেছেন।
৩ জানুয়ারি সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা ও বাজারের ব্যবসায়ীদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফজলুল হক বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক তোতা, জাতীয় যুবসংহতির সভাপতি হারুন অর রশিদ হারিজসহ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।