মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুরে জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ জানুয়ারি রাতে শহরের স্টেশন সড়কে জামালপুর জেলা জাতীয় পার্টি আলোচনা সভার আয়োজন করে।
জেলা জাতীয় পার্টির সহসভাপতি জয়নাল আবেদীন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনের জাতীয় পার্টির লাঙল প্রতীকের এমপি প্রার্থী মো. জাকির হোসেন খান।
জেলা জাতীয় যুবসংহতি জেলা শাখার সদস্য সচিব মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, মো. মামুনুর রশিদ ও আব্দুল মালেক, জেলা জাতীয় পার্টির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুল লতিফ, জেলা জাতীয় পার্টির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাজু, জাতীয় শ্রমিক পার্টি জেলা শাখার আহ্বায়ক আব্দুস সালাম বাচ্চু, জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।