বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদের সমর্থনে জমে উঠেছে নৌকার প্রচারণা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচার প্রচারণায় ব্যস্ততা বেড়েছে।
১ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, দেওয়ানগঞ্জের পৌর শহরের জিল বাংলা সুগার মিল বাজার, মন্ডল পাড়া, বেলতুলি, খরমা নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা।
গাজীপুরের কোনাবাড়ীর জুট ব্যবসায়ী পাররামরামপুর ইউনিয়নের কৃতী সন্তান আব্দুর রাজ্জাক ও জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার শিল্পী আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আলীম আক্কাছ, আমিনুল ইসলাম মন্টুসহ পাররামরামপুর ও বগারচর ইউনিয়নের নেতৃবৃন্দ।