ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩০ ডিসেম্বর রাজধানী ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় অনূর্ধ-১৮ নারী কারাতে প্রতিযোগিতা-২০২৩ এ চারটি পদক অর্জন করেছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা- ডিএসএ।
জানা গেছে, প্রধান প্রশিক্ষক আতিক মোরশেদের তত্ত্বাবধানে ১০টি ক্যাটেগরিতে নয়জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ৮-১০ বছরের শিশু বিভাগের ৩৫ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করে সাফানা খন্দকার অরণী। ক্যাডেট শ্রেণিতে ১৪-১৫ বছরের দলগত কাতা-এ তাম্র পদক অর্জন করেছে শারমিন জাহান অমিতা, ওয়াফিয়া মাসসামা এবং ওয়ালিয়া তাসনিয়া মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কারের মেডেল তুলে দেন বাংলাদেশে কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় দ্বিতীয় অনূর্ধ-১৮ নারী কারাতে প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চারটি পদক অর্জনকারী জামালপুর জেলার কারাতে প্রতিযোগীদের অভিনন্দন জানিয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য মির্জা জিল্লুর রহমান শিপন।