লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের (ক্যাপ) এর ব্যবস্থাপনায় ময়মনসিংহ বিভাগের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামপুর উপজেলা শাখা।
৯ ডিসেম্বর ময়মনসিংহ টাউন হল জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয় ইসলামপুর উপজেলা ছাত্রলীগকে।
এ সময় বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাদী মোহাম্মদ আকাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসিন আফজাল পান্থ, জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল, সম্পাদক নাফিউলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ বিভাগের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় উপজেলা, শহর ও ১-১২টি ইউনিয়নের সকল ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন।