সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ীতে আমেরিকা প্রবাসী মুন্সি আব্দুল মহসিনের অর্থায়নে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৬ ডিসেম্বর বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় সুকুন প্রজেক্টের মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন তাকওয়া পরিবহনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, সুকুন প্রজেক্টের ব্যবস্থাপক মুন্সি আব্দুল্লাহ আল মামুন, সদস্য মিজানুর রহমান, ফাতেমা বেগম প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় সুকুন প্রজেক্টের মাধ্যমে দরিদ্রদের চোখের চিকিৎসা সেবা, টিউবওয়েল বিতরণ, কর্মসংস্থান হিসাবে গবাদি পশু বিতরণ, অটোরিকশা বিতরণসহ বিভিন্নভাবে অসহায়দের সহায়তা করে যাচ্ছেন।