লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে দলের কার্যক্রমকে গতিশীল করে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ আয়োজনে ২ ডিসেম্বর সন্ধ্যায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এতে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহসভাপতি জিএস মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা ছাবিনা ইয়াসমিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামের সঞ্চালনায় সহসভাপতি মজিবুর রহমান শাহজাহান, অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, আব্দুর রাজ্জাক লাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মী অংশ নেন।