
জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারী বেকার যুবক-যুবতীদের মাঝে ২৮ নভেম্বর সকালে ব্যবসা সহায়তা উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘ সিড্স প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল। এসময় উন্নয়ন সংঘ সিড্স প্রকল্পের জীবিকায়ন কর্মসূচির কর্মসূচি কর্মকর্তা মো. মজিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ সিড্স প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উদ্যোগে রাজমিস্ত্রি ট্রেডে ও কাঠমিস্ত্রি ট্রেডে মোট ৩৩ জন বেকার যুবককে উপকরণ প্রদান করা হয়।