বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ দেওয়ানগঞ্জে আগমনে নৌকার সমর্থনে মতবিনিময় সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বিকালে উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মাদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপজেলা দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রশিদ খরম, সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান তারেক। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ হারুন।
আলোচনা সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ের লক্ষ্যে সকলকে একত্রিত হয়ে বিজয়ের জন্য কাজ করার আহ্বান রাখা হয়।
এর পূর্বে পৌর শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল নিয়ে প্রদক্ষিণ করা হয়। পরে দেওয়ানগঞ্জ দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেল বহর বের হয়ে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার ৮টি ইউনিয়নের প্রদক্ষিণ ও নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রার্থী নূর মোহাম্মদ।