ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক নাদিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে বাস চাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত, বাসে অগ্নিসংযোগ বকশীগঞ্জে বাইসাইকেলে বাসের ধাক্কা, এক শিশু নিহত মেলান্দহে অসহায় শুভা আক্তারের রাজকীয় বিয়ে দিলেন সিরাজগঞ্জের পাখিপ্রেমী মামুন বিশ্বাস তারেক রহমানকেই এই মুহূর্তে দরকার : বিএনপিনেতা শামীম আহমেদ জামালপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ আক্তারুজ্জামান আউয়ালের দাফন সম্পন্ন শেরপুরে বিএনপির মিছিল সমাবেশ মাঠ পর্যায়ে শিক্ষা ছাড়া প্রকৃতিকে বোঝা সম্ভব নয় : মিজানুর রহমান ভূঁইয়া খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি : আওয়ামী লীগনেতা জলিলের বিরুদ্ধে থানায় অভিযোগ নতুন করে বাংলাদেশকে কিভাবে সাজাব সেইটা পরিকল্পনা করছি : শেখ রফিকুল ইসলাম বাবলু

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : বিএমসি ও পাথালিয়া সবুজ সংঘের জয়

ম্যাচসেরার ক্রেস্ট নেন বিএমসি'র আকরাম ও পাথালিয়া সবুজ সংঘের ইয়াসিন। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচসেরার ক্রেস্ট নেন বিএমসি’র আকরাম ও পাথালিয়া সবুজ সংঘের ইয়াসিন। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২৫ নভেম্বর অনুষ্ঠিত দুটি ম্যাচে বিজয়ী হয়েছে বিএমসি ও পাথালিয়া সবুজ সংঘ।

২৫ নভেম্বর টুর্নামেন্টের নবম ম্যাচে অংশ নেয় ইন্সপায়ার ক্রিকেট ক্লাব ও বিএমসি। টসে জিতে অধিনায়ক মাহবুবের ইন্সপায়ার ক্রিকেট ক্লাব দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রায়হানের বিএমসি দল ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৭৮ রান। (আকরাম ৬৭, কমল ২৬, সজিব ২৩, মমিন ২০, মোজাম্মেল ২/২৪, তুমুল ১/৬, সাব্বির ১/৭, জাকারিয়া ১/৪১)।

জবাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক মাহবুবের ইন্সপায়ার ক্রিকেট ক্লাব দল। তারা ১৯.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১১৩ সংগ্রহ করে। ফলে বিএমসি ম্যাচ জিতেছে ৬৫ রানে। (মাহবুব ১৬, সেলিম ১৬, ওমর ১৪, মোজাম্মেল ১৪, তিহাম ১০; সামির ৩/৩০, মেহেদি ২/২৩, সজিব ২/১৭, শামিম ২/১১, মমিন ১/১৮। ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের আকরাম। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও মোস্তাফিজুর রহমান টুকু।

একই দিন বিকেলে টুর্নামেন্টের দশম ম্যাচে অংশ নেয় পাথালিয়া সবুজ সংঘ ও সাইক ক্রিকেট ক্লাব। টসে জিতে অধিনায়ক স্টিভের সাইক ক্রিকেট ক্লাব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে অধিনায়ক ফেরদৌসের পাথালিয়া সবুজ সংঘ ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৫৬ রান। (শিশির ৪৬, তৌহিদ ২৭, ইয়াসিন ২৪, পিয়াল ১৬, উৎস ১৩; তসলিম ৩/১০, সোহাগ ৩/৪০, ইমতিয়াজ ১/১৮, সাকিব ১/২০, সম্রাট ১/১০)।

জবাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে সাইক ক্রিকেট ক্লাবের সবগুলো উইকেটের পতন ঘটে দল ১৭.২ ওভারে। জয়ের জন্য ৬৩ রান বাকি থাকতেই মাঠ ছাড়ে তারা। ম্যাচ জিতেছে পাথালিয়া সবুজ সংঘ। (তসলিম ২৫, সাকিব ২০, সোহাগ ১৯; ইয়াসিন ৪/২২, তানজিন ২/১৯, রাফি ২/১৯, শিশির ১/১০ )।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের ইয়াসিন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও মোস্তাফিজুর রহমান টুকু।

ম্যাচসেরা আকরামের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নুরুন্নবী অপু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু ও টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল। বিকেলের ম্যাচসেরা ইয়াসিনের হাতে ক্রেস্ট তুলে দেন আম্পায়ার মোস্তাফিজুর রহমান টুকু, সাবেক ফুটবলার করিম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু ও টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নাদিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : বিএমসি ও পাথালিয়া সবুজ সংঘের জয়

আপডেট সময় ০৯:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
ম্যাচসেরার ক্রেস্ট নেন বিএমসি’র আকরাম ও পাথালিয়া সবুজ সংঘের ইয়াসিন। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২৫ নভেম্বর অনুষ্ঠিত দুটি ম্যাচে বিজয়ী হয়েছে বিএমসি ও পাথালিয়া সবুজ সংঘ।

২৫ নভেম্বর টুর্নামেন্টের নবম ম্যাচে অংশ নেয় ইন্সপায়ার ক্রিকেট ক্লাব ও বিএমসি। টসে জিতে অধিনায়ক মাহবুবের ইন্সপায়ার ক্রিকেট ক্লাব দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রায়হানের বিএমসি দল ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৭৮ রান। (আকরাম ৬৭, কমল ২৬, সজিব ২৩, মমিন ২০, মোজাম্মেল ২/২৪, তুমুল ১/৬, সাব্বির ১/৭, জাকারিয়া ১/৪১)।

জবাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক মাহবুবের ইন্সপায়ার ক্রিকেট ক্লাব দল। তারা ১৯.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১১৩ সংগ্রহ করে। ফলে বিএমসি ম্যাচ জিতেছে ৬৫ রানে। (মাহবুব ১৬, সেলিম ১৬, ওমর ১৪, মোজাম্মেল ১৪, তিহাম ১০; সামির ৩/৩০, মেহেদি ২/২৩, সজিব ২/১৭, শামিম ২/১১, মমিন ১/১৮। ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের আকরাম। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও মোস্তাফিজুর রহমান টুকু।

একই দিন বিকেলে টুর্নামেন্টের দশম ম্যাচে অংশ নেয় পাথালিয়া সবুজ সংঘ ও সাইক ক্রিকেট ক্লাব। টসে জিতে অধিনায়ক স্টিভের সাইক ক্রিকেট ক্লাব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে অধিনায়ক ফেরদৌসের পাথালিয়া সবুজ সংঘ ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৫৬ রান। (শিশির ৪৬, তৌহিদ ২৭, ইয়াসিন ২৪, পিয়াল ১৬, উৎস ১৩; তসলিম ৩/১০, সোহাগ ৩/৪০, ইমতিয়াজ ১/১৮, সাকিব ১/২০, সম্রাট ১/১০)।

জবাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে সাইক ক্রিকেট ক্লাবের সবগুলো উইকেটের পতন ঘটে দল ১৭.২ ওভারে। জয়ের জন্য ৬৩ রান বাকি থাকতেই মাঠ ছাড়ে তারা। ম্যাচ জিতেছে পাথালিয়া সবুজ সংঘ। (তসলিম ২৫, সাকিব ২০, সোহাগ ১৯; ইয়াসিন ৪/২২, তানজিন ২/১৯, রাফি ২/১৯, শিশির ১/১০ )।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের ইয়াসিন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও মোস্তাফিজুর রহমান টুকু।

ম্যাচসেরা আকরামের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নুরুন্নবী অপু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু ও টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল। বিকেলের ম্যাচসেরা ইয়াসিনের হাতে ক্রেস্ট তুলে দেন আম্পায়ার মোস্তাফিজুর রহমান টুকু, সাবেক ফুটবলার করিম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু ও টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।