ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাহমুদপুরে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু জামালপুরে নাট্যকার আব্দুল্লাহ আল মামুনের ৮৩তম জন্মদিন উদযাপিত বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজির বিরুদ্ধে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন বকশীগঞ্জে ৫ বছরেও উদ্বোধন হয়নি ভবন, ময়লার ভাগাড়ে পরিণত শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন মাদারগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ভাতিজা নিহত, কেটে গেছে চাচার শ্বাসনালী জামালপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মাহমুদপুরে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

সরিষাবাড়ীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ভবনের ছাঁদ থেকে পড়ে আব্দুল কালাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৩ নভেম্বর বিকালে পৌরসভার বীর ধানাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত নির্মাণ শ্রমিক আব্দুল কালাম উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের হরমুজ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বীর ধানাটা গ্রামের মোফাজ্জল হোসেনের বাসার চার তলায় দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন আবুল কালাম। ২৩ নভেম্বর বিকালে কাজের সময় ভবনের চারতালার উপর থেকে বস্তাসহ মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই আব্দুল কালাম মারা যান।

ভবনের মালিক মোফাজ্জল মাস্টার বলেন, দৈনিক মজুরী ভিত্তিতে দীর্ঘদিন ধরে কাজ করছিল আব্দুল কালাম। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কাজ করার সময় হঠাৎ ভবনের ছাদ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে ময়মনসিংহ নেওয়ার পথে মারা যায় সে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাহমুদপুরে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

সরিষাবাড়ীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৯:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ভবনের ছাঁদ থেকে পড়ে আব্দুল কালাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৩ নভেম্বর বিকালে পৌরসভার বীর ধানাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত নির্মাণ শ্রমিক আব্দুল কালাম উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের হরমুজ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বীর ধানাটা গ্রামের মোফাজ্জল হোসেনের বাসার চার তলায় দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন আবুল কালাম। ২৩ নভেম্বর বিকালে কাজের সময় ভবনের চারতালার উপর থেকে বস্তাসহ মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই আব্দুল কালাম মারা যান।

ভবনের মালিক মোফাজ্জল মাস্টার বলেন, দৈনিক মজুরী ভিত্তিতে দীর্ঘদিন ধরে কাজ করছিল আব্দুল কালাম। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কাজ করার সময় হঠাৎ ভবনের ছাদ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে ময়মনসিংহ নেওয়ার পথে মারা যায় সে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।