জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে সমাপনী সভা ২০ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
মেরুরচর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী সভায় সভাপতিত্ব করেন মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক।
সভায় বিগত ৫ বছরের অগ্রগতি উপস্থাপন করেন সিড্স প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম।
এসময় ইউপি সচিব মো. সুলতান মাহমুদ, ইউপি সদস্য জাহিদুল ইসলাম মঞ্জুসহ এনজিও প্রতিনিধি, প্রাণিসম্পদ কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।