লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
নির্বাচন কমিশন কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করায় জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর সন্ধ্যায় মিছিলটি থানা মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর পদক্ষিণ করে বটতলা চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, উপপ্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।