দেওয়ানগঞ্জে মোটরসাইকেল চালক নিহত
বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিপন মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ৬ নভেম্বর দুপুরে উপজেলার চিকাজানি ইউনিয়নের কাজলাপাড়া মোড়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়া পাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিপন মিয়া ৬ নভেম্বর সকালে মোটরসাইকেল চালিয়ে মন্ডল বাজার থেকে বাহাদুরাবাদের পোল্লাকান্দির গুচ্ছগ্রামে আসছিলেন। পথে পূর্ব কাজলাপাড়া মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।