লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বিকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের মলমগঞ্জ পেশাজীবী সমিতি ও মলমগঞ্জ ফুটবল একাদশের উদ্যোগে মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মিয়ার উদ্দিন একাদশ, ইসলামপুর একাদশকে ২ গোলে পরাজিত করে। প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে ট্রফি তুলে দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি মজিবুর রহমান শাহজাহান, মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা পারভীর লিপি, পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।