ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

একটি ইভেন্টের বিজয়ীরা অতিথিদের স্যালুট দেয়। ছবি: আসমাউল আসিফ

একটি ইভেন্টের বিজয়ীরা অতিথিদের স্যালুট দেয়। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর দুপুরে শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে।

সুইড জামালপুরের কার্যকরী কমিটির সদস্য সোহরাব হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুইড জামালপুরের নির্বাহী সচিব অজয় কুমার পাল, ক্রীড়া সচিব রেজাক তালুকদার রতন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ ।

পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ছবি: আসমাউল আসিফ

এ সময় বক্তারা বলেন, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীতাকে জয় করে সমাজের অনেক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্নরা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছে। অনেকেই পরিবার ও সমাজের কাছে বোঝা না হয়ে নিজের দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে বিশেষ অবদান রাখছে। তাই সমাজের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিতে উন্নয়নের মূলস্রোতে যুক্ত করতে সকলের সহযোগিতা চান বক্তারা।

পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট সময় ১২:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
একটি ইভেন্টের বিজয়ীরা অতিথিদের স্যালুট দেয়। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর দুপুরে শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে।

সুইড জামালপুরের কার্যকরী কমিটির সদস্য সোহরাব হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুইড জামালপুরের নির্বাহী সচিব অজয় কুমার পাল, ক্রীড়া সচিব রেজাক তালুকদার রতন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ ।

পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ছবি: আসমাউল আসিফ

এ সময় বক্তারা বলেন, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীতাকে জয় করে সমাজের অনেক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্নরা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছে। অনেকেই পরিবার ও সমাজের কাছে বোঝা না হয়ে নিজের দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে বিশেষ অবদান রাখছে। তাই সমাজের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিতে উন্নয়নের মূলস্রোতে যুক্ত করতে সকলের সহযোগিতা চান বক্তারা।

পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।