নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। জিহাদি হামলায় নিহতদের এক দাফন অনুষ্ঠান থেকে ফেরার সময় তাদের গাড়ি এই বিস্ফোরণের শিকার হয়। বুধবার সরকারপন্থী মিলিশিয়া ও স্থানীয় বাসিন্দারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মিলিশিয়া ও বাসিন্দারা জানান, সোমবার রাতে ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশের (আইএসডব্লিউএপি) সাথে সম্পৃক্ত জঙ্গিরা ইয়োবে রাজ্যের একটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ১৭ জনকে হত্যা করে। জিহাদিদের গবাদি পশু দিতে অস্বীকার করায় তারা গ্রামবাসীদের ওপর এ হামলা চালায়।
সংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রামবাসী এবং পার্শ্ববর্তী এলাকার লোকজনের অংশগ্রহণে ইয়োবে রাজ্যের গিদাম জেলার কায়ায়ায় নিহতদের দাফন অনুষ্ঠিত হয়।
এ দাফন অনুষ্ঠানে অংশগ্রহণের পর পার্শ্ববর্তী কারাবিরি দগ্রামের ২২ জন মোটর চালিত একটি যানে বাড়ি ফেরার সময় তারা জিহাদিদের পেতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়।
সেনাবাহিনীকে সহযোগিতা করা জিহাদি বিরোধী মিলিশিয়ার সদস্য গ্রেমাহ বুকার বলেন, ‘এ বিস্ফোরণে ২০ জন নিহত এবং দুইজন মারাত্মকভাবে আহত হয়।