গাজার জাবালিয়া শিবিরে চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত ১৯৫ : হামাস
গাজার হামাস সরকার ২ নভেম্বর বলেছে, চলতি সপ্তাহে ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ায় ইসরায়েলি হামলায় ১৯৫ জন নিহত হয়েছে।
মঙ্গলবার ও বুধবারের হামলার কথা উল্লেখ করে- হামাসের সরকারি প্রেস অফিস এক বিবৃতিতে বলেছে, ‘জাবালিয়ায় প্রথম এবং দ্বিতীয় গণহত্যার শিকার ১,০০০ ছাড়িয়ে গেছে।’
এতে আরো বলা হয়, ‘আমরা ১৯৫ জন শহীদ, ১২০ জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিখোঁজ এবং ৭৭৭ জন আহতের তথ্য রেকর্ড করেছি।’