বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপি-জামায়াতের ৪ নেতাকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
জানা গেছে, ২৯ অক্টোবর বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে নাশকতার অভিযোগে উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে বিএনপির শহিদুল ইসলাম (২৮), বাবলু মিয়া (৩৮), জামায়াত ইসলামের ফজলুল হক (৩৮) ও মিকাজুল ইসলামকে (২২) আটক করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি-জামায়াতের ৪ জন নেতাকে নাশকতার অভিযোগে আটক করে ২৯ অক্টোবর বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।