ইসলামপুরে মাদক সেবনের দায়ে চারজনের জেল

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের দায়ে আটক চারজনকে মাদকদ্রব্য আইনে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ইসলামপুর পৌর এলাকা পলবান্ধা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে আঞ্জেরুল ইসলাম (২৮), সওদাগরের ছেলে সোহেল মিয়া (১৯), কিংজাল্লা গ্রামের গনেশ বাশফোরের ছেলে অজয় (২২) ও নটারকান্দা গ্রামের খোকন মন্ডলের ছেলে রিপন (১৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর বেপারী পাড়া ও কিংজাল্লা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।