পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ময়নুল ইসলামকে র‌্যাংক ব্যাজ পরিধান

সহকারী পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত এম এম ময়নুল ইসলামকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের চৌকস পুলিশ কর্মকর্তা দেওয়ানগঞ্জ, মেলান্দহের সাবেক ওসি, জামালপুর গোয়েন্দা শাখা ডিএসবি ডিআইও-১ এম এম ময়নুল ইসলাম সহকারী পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাকে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

২৬ অক্টোবর জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পরিদর্শক (নিরস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এম এম ময়নুল ইসলামকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহাবুব রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা গেছে, ১৫ অক্টোবর দেশে ২২ জন পুলিশ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার পদোন্নতি দেওয়া হয়। তার মধ্যে জামালপুরের একজন সহকারী পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত হয়েছেন।

র‌্যাংক ব্যাজ পরানোর সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার ও জামালপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

sarkar furniture Ad
Green House Ad