লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
‘পরিষ্কার হাত নাগালের মধ্যেই’ এই আলোকে জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
১৫ অক্টোবর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল।
সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, উন্নয়ন সংঘ, জেসমিন প্রকল্পের সমন্বয়কারী বিজন কুমারসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।