জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী স্থানান্তর ও অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে।
বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ১২ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালিত হয়।
কর্মবিরতিতে কলেজের অফিস সহায়ক জামিউল ইসলাম, অফিস সহায়ক মর্জিনা বেগম, অফিস সহায়ক রবিন মিয়া, নৈশ প্রহরী বানু মিয়া ও পরিচ্ছন্নতাকর্মী বিশ্বজিৎ ডোম অংশগ্রহণ করেন।
কর্মবিরতিকালে অংশগ্রণকারীরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করা, চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান করা, বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করা ও কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করার দাবি জানান।