বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জে.কে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জিতেন্দ্র মহন চন্দ্র, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ প্রমুখ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জিতেন্দ্র মহন চন্দ্র জানান, এ বছর উপজেলায় ২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
আগামী ২০ অক্টোবর ষষ্ঠি পূজার মাধ্যমে শ্রী শ্রী দুর্গা পূজা শুরু ও ২৪ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে পূজার সমাপনী ঘটবে।
অনুষ্ঠান শেষে ২৩টি মণ্ডপের সভাপতিদের আবুল কালাম আজাদ এমপি তার নিজ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন।