সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম
শেরপুরের ঝিনাইগাতীতে আবারও অটোরিকশা চালক খুন হয়েছেন। ৮ অক্টোবর সকালে ঝিনাইগাতীর কুচনীপাড়া এলাকায় ধানক্ষেত থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় শাহ আলম (৫০) নামের ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহ আলম পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামের জসিম উদ্দিন ফকিরের ছেলে।
পুলিশ জানায়, নিহত শাহ আলম অটোরিকশা নিয়ে ৭ অক্টোবর বাড়ি থেকে বের হয়। পরে তিনি আর বাড়ি ফেরেননি। ৮ অক্টোবর সকালে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়ার পাকা সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে শাহ আলমের মরদেহ উদ্ধার করে। এসময় তার গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শাহ আলমকে শ্বাসরোধ করে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর একই উপজেলায় আরব আলী নামের আরেক অটোরিকশা চালক খুন হন। ওই ঘটনায় ৭ জন গ্রেপ্তার হয়েছে।