বকশীগঞ্জে অত্যাধুনিক আই কেয়ারের যাত্রা শুরু

অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে চোখ পরীক্ষা করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে এই প্রথম চক্ষু চিকিৎসায় অত্যাধুনিক কম্পিউটাররাইজড আই কেয়ারের যাত্রা শুরু হয়েছে।

আলহাজ্ব ডা. আব্দুল হাই স্মৃতি ডায়াগনস্টিক কমপ্লেক্সের নতুন সংযোজন ‘আই কেয়ার’ পবিত্র মিলাদের মধ্যেদিয়ে চক্ষুসেবা কার্যক্রম শুরু হয়।

পবিত্র মিলাদে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

৬ অক্টোবর বেলা ১১টায় পুরাতন বাসস্ট্যান্ড রবি টাওয়ারের নীচে আলহাজ্ব ডা. আব্দুল হাই স্মৃতি ডায়াগনস্টিক কমপ্লেক্সের ৩য় তলায় পবিত্র মিলাদের মধ্যেদিয়ে আই কেয়ার এর এ চক্ষুসেবা কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলহাজ্ব ডা. আব্দুল হাই স্মৃতি ডায়াগনস্টিক কমপ্লেক্সের মালিক আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনির উদ্যোগে স্বল্প খরচে ভাল মানের চক্ষু সেবা দেবার প্রতিশ্রুতি নিয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চোখের সব জটিল চিকিৎসায় অত্যাধুনিক যন্ত্রপাতি সমন্বয়ে চক্ষু পরীক্ষা করে চশমা ও চিকিৎসা সেবা দেওয়া হবে।

পবিত্র মিলাদে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

আই কেয়ারে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চক্ষু চিকিৎসা সেবা দিবেন চক্ষু রোগের বিশেষ অভিজ্ঞ চিকিৎসক ডা. মো. সেলিম মিয়া।

এছাড়াও প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা রাত ৮টা পর্যন্ত চক্ষু চিকিৎসা সেবা দিবেন অপ্টোমেট্রিস্ট ও চক্ষু রোগে বিশেষ অভিজ্ঞ মো. মিজানুর রহমান।

sarkar furniture Ad
Green House Ad