বকশীগঞ্জে সরকারি কেউ ইউ কলেজে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি পালন

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে ক্যাডার বৈষম্য নিরসন করা, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষাসহ বিসিএস শিক্ষা ক্যাডারের সকল দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালিত হয়েছে।
বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে ২ অক্টোবর দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম, প্রভাষক একেএম জাহিদুল আলম, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মো. আবু ছাইদ, প্রভাষক মিন্টু চন্দ্র দে, প্রভাষক মমিনুল ইসলাম, প্রভাষক আশরাফ হোসাইন, প্রভাষক মারুফ আহমেদ, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক অন্তিক সরকার, প্রভাষক মো. শামীম হোসাইন, প্রভাষক রবিউল আউয়াল, প্রভাষক নাদিয়া সুলতানা ও প্রভাষক মো. লাবন আকন্দ অংশগ্রহণ করেন।
কর্মবিরতিকালে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাগণ সরকারের নিকট তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।