মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে জামালপুর সদর থানার আয়োজনে পূজামণ্ডপ নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকালে জামালপুর সদর থানায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজের সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং সদর উপজেলা ও পৌরসভার সকল পূজামণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, দুর্গাবাড়ী মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি দেবব্রত নাগ মধু, দয়াময়ী মন্দিরের সাধারণ সম্পাদক রঞ্জন সিংহ, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব সিংহ সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম দেবনাথসহ বিভিন্ন মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা পুলিশের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।