
মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর দুপুরে জামালপুর আইন মহাবিদ্যালয়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী মো. হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাবেক অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহীন রেজা, সদস্য মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে বিকেলে আসর নামাজের পর জামালপুর জেলা সদর মডেল মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জামালপুর-৫ সদর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী।