সরিষাবাড়ীতে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে সমাবেশ

সমাবেশে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে লেখাপড়ার মান উন্নয়ন, ইভটিজিং, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর দুপুরে রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক মহিলা ভাইচ চেয়ারম্যান বেগম জহুরা লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

সমাবেশে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ, অভিভাবক সদস্য আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad