নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি শামীমা খান, সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমেই নাগরিকরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে জানতে পারবে। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় তথ্য অধিকার আইন ও প্রয়োগ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন।
জামালপুর জেলার ৭৪টি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের উপর পরিচালিত পর্যবেক্ষণ জরিপের প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন।
প্রতিবেদনে জানানো হয়, ৭৪টি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মধ্যে ১১টিতে শতভাগ, ৪১টিতে ৫০ ভাগের বেশি ও ২১টিতে ৫০ ভাগের কম তথ্য হালনাগাদ করা হয়েছে আর ১টিতে কোন তথ্য হালনাগাদ করা হয়নি।
পর্যবেক্ষণ জরিপের ভিত্তিতে সকল দপ্তরের ওয়েবসাইটে তথ্য হালনাগাদের আহ্বান জানানো হয়।