ইসলামপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল যমুনা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় দুর্গম যমুনা নদী ভাঙ্গন পরিবারদের প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী প্যাকেট বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।
২০ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামের ১০০ নদী ভাঙ্গন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন তিনি। এ সময় তিনি নদী ভাঙ্গন পরিবারদের সকল সহায়তার আশ্বাস দেন।
প্রতিটি উপহারের প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, মরিচের গুড়া, ধনিয়া গুড়া ও হলুদ গুড়াসহ আনুষঙ্গিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, চেয়ারম্যান আব্দুল মালেকসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।