সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোধন শেষ এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান এমপি।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনির উদ্দিন, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার চিকিৎসক বদরুল আলম, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় ১২টি স্টল অংশ নেয়। ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ মেলার কার্যক্রম।