মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন চাঁনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর রাতে বকুলতলাস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ এ মিলাদ ও দোয়ার আয়োজন করে।
মিলাদ ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, আইনজীবী আমান উল্লাহ আকাশ, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, আবু জাফর শিশা, জিএসএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক খন্দকার রেজাউল করিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ পাল রানা, সদস্য মোহাম্মদ আবুল হোসেন, রেজাউল করিম চৌধুরী মামুন, জিএস শাহরিয়ার উজ্জ্বল, ফজলুল হক আকন্দ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বীসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁনের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন বেশ কিছুদিন যাবৎ হার্ট ও কিডনির সমস্যা নিয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর দুপুরে তার ওপেন হার্ট সার্জারির পর তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।