জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে জামালপুরের সরিষাবাড়ীতে মটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলার পিংনা ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি ২২ কিলোমিটার সড়ক পথ অতিক্রম করে ভাটারা ইউনিয়নে ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সরোয়ার জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আব্দুর রশিদ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, পৌর মেয়র মনির উদ্দিন, সহসভাপতি আব্দুল গনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।