জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ সেপ্টেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী শান্তি নগর এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন আইরমারী বটতলা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে মোতালেব (৪২), মৃত হবিবুর রহমানের ছেলে অহিজল (৫৫), ফরহাদ আলীর ছেলে নূর ইসলাম (৬০), মৌলভী মিয়ার ছেলে তারা মিয়া (২৫), কফিল উদ্দিনেরর ছেলে নূরনবী (২০), মো. দুলাল সরকার (৪৫), আইরমারি সরকার বাড়ির মৃত ডাইবরের ছেলে দুলাল সরকার (৪৫), সাধুরপাড়া খানপাড়া গ্রামের সোহরাব হাজীর ছেলে রমজান খান (৩৮), পূর্ব কামালের বার্ত্তী গ্রামের শরাফত আলীর ছেলে আলাউদ্দিন, সাধুরপাড়া মোল্লাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫), আইরমারি সরকার পাড়া গ্রামের বাক্কি সরকারের ছেলে শরিফ মিয়া (২৮), মালিরচর তকিরপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে দুলাল মিয়া (৫৯), শেরপুর সদর উপজেলার কাউয়া পেচী গাজীর খামার এলাকার জয়মত আলীর ছেলে মহর উদ্দিন (৩৩), শেরপুর সদর উপজেলার কুরুলিয়া কান্দা গ্রামের হান্নান মিয়ার ছেলে সুজন মিয়া (৩৫)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারের পর জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু হয়েছে। ৮ সেপ্টেম্বর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি যতদিন আছি বকশীগঞ্জ উপজেলায় কোন জুয়া খেলা চালাতে দিব না। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।