লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলা শাখার আওয়ামী যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সেপ্টেম্বর রাতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শেখ মোহাম্মদ হারুনুর রশিদকে সভাপতি ও মো. মোহন মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
জেলা যুবলীগ সূত্রে এই তথ্য জানা যায়।
উল্লেখ্য, চলতি বছরের গত ৮ জুলাই ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।