বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে আব্দুল্লাহ ছাজিম (১১) নামে মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। ৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ৩ সেপ্টেম্বর দুপুরে আব্দুল্লাহ ছাজিমসহ তিনজন জিঞ্জিরাম নদীর ব্রিজ থেকে লাফ দিয়ে সাঁতার দিলে তীব্র স্রোতে ভাঙ্গনের কাছে আসলে পানির নিচের দিকে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের সংবাদ পেয়ে রাজিবপুর ফায়ার সার্ভিসের ইউনিট ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ইউনিটের ডুবুরি দুই ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে রাত হয়ে গেলে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখেন।
নিখোঁজ আব্দুল্লাহ ছাজিম ডাংধরা ইউনিয়নের নিমাইমারী পশ্চিম পাড়া গ্রামের খোকা ব্যাপারীর ছেলে ও নিমাইমারী তানজিমুল উম্মাহ মাদ্রাসার ছাত্র।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।