ধ্বসের আশঙ্কায় যুক্তরাজ্যের অনেক স্কুল বন্ধ
বাংলারচিঠিডটকম ডেস্ক : ইংল্যান্ডে এক ধরনের বায়ুযুক্ত কংক্রিট দিয়ে তৈরি কয়েকটি স্কুলের ভবনগুলোকে বন্ধ করে দিতে হবে যা ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্য সরকার ৩১ আগস্ট নতুন মেয়াদ শুরু হওয়ার কয়েকদিন আগে এ ঘোষণা দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৫০ এর দশক থেকে ১৯৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত, ব্যাপকভাবে স্কুল ও কলেজ নির্মাণের জন্য রিইনফোর্সড অটোক্লেভড এরেটেড কংক্রিট (আরএএসি) ব্যবহৃত হয়েছিল।
কর্মকর্তারা সময়ের সাথে সাথে উপাদানটির ঝুঁকির আশঙ্কা নির্ধারণ করার পর মন্ত্রণালয় ২০১৮ সালে স্কুলগুলোকে এ ব্যপারে সতর্ক করা শুরু করে।
প্রায় ১০৪টি স্কুল ও কলেজ নির্মানে আর আরএএসি ব্যবহৃত হয়েছে। ইংল্যান্ডের লক্ষাধিক শিক্ষার্থী গ্রীষ্মের দীর্ঘ ছুটির পরে স্কুলে ফিরে আসার সময় এ নির্দেশ দেয়া হয়।
শিক্ষা সচিব গিলিয়ান কিগান বলেন, স্কুল ও কলেজে শিশু এবং কর্মীরা নিরাপদ কি-না তা নিশ্চিত করার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই।