দেওয়ানগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত

পানি বৃদ্ধির ফলে তীব্র নদী ভাঙ্গন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা-ব্রহ্মপুত্র দশানি, জিঞ্জিরাম, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিতসহ তীব্র নদী ভাঙ্গনে বসতি বাড়ি ও ফসলি জমি যমুনার গর্ভে বিলিন হয়েছে। হুমকীর মুখে রয়েছে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়। ৩১ আগস্ট সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের বড়খাল গ্রামের তোতা মিয়ার বসতি বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে।

সাদিকুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে যমুনার ভাঙনে বহু বাড়ি-ঘর শেষ। তবুও কার্যকর স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজ চোঁখের সামনে একে একে সব বাড়ি-ঘর নদী গর্ভে চলে যাচ্ছে।

মাঝিপাড়ার কুদ্দুস জানান, গত কয়েক বছরে তার ২০ বিঘা ফসলি জমি যমুনার গর্ভে বিলিন হয়েছে। শেষ সম্বল ছিল বাড়ি-ভিটে সেটাও হুমকির মুখে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, নদী ভাঙ্গনের সংবাদ পেয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডে রিপোট করা হয়েছে এবং দ্রুতগতিতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad