সরিষাবাড়ীতে ঝিনাই নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৬ আগস্ট দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকার ঝিনাই নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা বলেন, ২৬ আগস্ট সকালে ভাটারা ইউনিয়নের চর হরিপুর প্রাথমিক বিদ্যালয় এলাকার ঝিনাই নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় নদ থেকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের গায়ে সাদা ফুল শার্ট, জিন্স প্যান্ট ও মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল বলে জানান পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ভাটারা চর হরিপুর এলাকার ঝিনাই নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের পরিচয় পাওয়া যায়নি।