জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৬ আগস্ট বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। বকশীগঞ্জ পৌর শাখার উদ্যোগে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদ।
এতে প্রধান বক্তা ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।
বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, বকশীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ প্রমুখ।
আলোচনা সভায় বকশীগঞ্জ আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কলেজ গেট থেকে একটি শোক র্যালি বের করা হয়।