লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে, ফরিদুল হক খান দুলাল অডিটরিয়াম চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন করেছেন প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ফরিদুল হক খান অডিটরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামান আবু নাছের চৌধুরী চার্লেছ এতে সভাপতিত্ব করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগ সদস্য শাহিনুজ্জামান, উপদেষ্টা জিয়াউল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সরদার জাকিউল হক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অন্যদিকে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল, ইসলাপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, পিআইও মেহেদী হাসান টিটু প্রমুখ বক্তব্য রাখেন। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও সরকারি ইসলামপুর কলেজের উদ্যোগে অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ কলেজ কর্তৃপক্ষদের নিয়ে বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শিক্ষা পরিষদের সম্পাদক আহসান হাবির রাজার সঞ্চালনায় এতে প্রভাষক জুবাইদুল ইসলাম জবা, প্রভাষক শেখ মো. রহুল আমিন, মোরাদুজ্জামান, রকিবুজ্জামান, অর্থনীতি বিভাগের প্রভাষক দিলশাদ নাছরিন, কামরুন্নাহার বেগম, আনিছুর রহমান, কলেজ ছাত্রলীগ সভাপতি শাওন সরকারসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ এতে বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।