সরিষাবাড়ীতে মাদকবিরোধী সমাবেশ

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বিকালে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশের আয়োজন করে সরিষাবাড়ী থানা পুলিশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবিরের সভাপত্বিতে সমাবেশে আরও বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেল সিনিয়র পুলিশ সুপার স্বজল কুমার, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সাবেক চেয়ারম্যান আজমত আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আগস্ট মাস শোকের মাস। শোকের মাস থেকে আমরা প্রতিজ্ঞা আবদ্ধ হবো এ উপজেলা থেকে মাদক চিরতরে দূর করবো। যারা মাদক ব্যবসা করবে তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোর্পদ করা হবে। সকল অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে বলে তারা বক্তব্য দেন।
সমাবেশে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।