
জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
৮ আগস্ট জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আইজিএ প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।