জামালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথীকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় জামালপুরে পালিত হয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বিভিন্ন সংগঠন ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে।ছবি: বাংলারচিঠিডটকম
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। সভায় আলোচনায় অংশ নেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল খালেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মুনিরা মুস্তারী ইভা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ঝাওলা গোপাল কলেজের সহযোগী অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

sarkar furniture Ad
Green House Ad