বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জে নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ ধর, ইউপি চেয়ারম্যান সেলিম খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ জেলাসহ সকল উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গত ২৪ জুলাই মো. ইমরান আহমেদ জামালপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।