বেইজিংয়ে ঝড়বৃষ্টিতে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

বাংলারচিঠিডটকম ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ে ঝড়বৃষ্টিতে ১১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ২৭ জন।

স্থানীয় কর্তৃপক্ষ ১ আগস্ট এ কথা জানিয়েছে।

নগরীর বন্যা ও খরা নিয়ন্ত্রণ সদর দপ্তর থেকে বলা হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মেন্টুগুতে চারজন এবং ফাংশানে দ’ুজন প্রাণ হারিয়েছে। অন্যান্য প্রাণহানির মধ্যে চারজন চাংপিং ও একজন হাইদিয়ান জেলার।

টাইফুন ডকসুরির প্রভাবে গত ২৯ জুলাই থেকে বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

১ আগস্ট সকাল ছয়টায় বেইজিংয়ে ২৫৭.৯ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রবল বৃষ্টির কারনে কর্তৃপক্ষ বেইজিংয়ের এক লাখ ২৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

sarkar furniture Ad
Green House Ad